January 15, 2025, 11:39 am
বানারীপাড়া প্রতিবেদক।। বৃহস্পতিবার ২৬ জানুয়ারী বেলা ১১ টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা আভাস এর বাস্তবায়নে এবং সিবিএম গ্লোবাল ডিজেবিলিটি ইনকুশন বাংলাদেশ এর অর্থায়নে ইম্প্রুফ এ্যাকসেস টু ইনক্লুসিভ কম্প্রিহেনসিভ আই হেলথ সার্ভিসেস ইন বাংলাদেশ প্রকল্পের পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বানারীপাড়া পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। প্রকল্প ব্যবস্থাপক মোঃ আকবর হোসেন প্রকল্পের বিভিন্ন বিষয়ে পরিচিতি উল্লেখ করেন। এনজিও আভাস বানারীপাড়ায় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাথে তিন বছরের জন্য কাজ করবে। সভায় আলোচনায় অংশ নেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবুল খায়ের, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন, ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দকুর রহমান, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন, বানারীপাড়াপ্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সম্পাদক রোজিনা খানম প্রমূখ।#