প্রবাসী ও দেশী মানব কল্যান সংস্থার উদ্যোগে শীতবস্র বিতরণ

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ মুন্সীগঞ্জে প্রবাসী ও দেশী মানব কল্যান সংস্থার উদ্যোগে শীত বস্ত বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৫ শে জানুয়ারি) বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদীম পৌরসভার রাম গোপালপুরে এ শীত বস্ত বিতরণ করা হয়।

এসময় আবদুল্লাহ সোহেল এর তত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি মহসিন মাখন, মিরকাদীম পৌরসভার কাউন্সিলর হাসিনা পারবিন (১,২,৩), নারী উদ্দেক্তা ও সংগঠক যোবাইদা রহমান নাজরিন, আমেনা আকতার, অনিক, খোকন, রনি, রেজা, বাবলু, মোস্তাক, বাদল, ফারুক, শ্যামল, আকতার প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *