মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সন্মানিত সভাপতি এসবি প্রধান, অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) ও সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) মহোদয়ের পক্ষে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া মডেল থানায় ৫০০ এবং আটোয়ারী থানায় ৩০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সম্মানিত পুলিশ সুপার,পঞ্চগড়, এস,এম, সিরাজুল হুদা পিপিএম ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সন্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পঞ্চগড় জেলার বৃত্তবান নাগরিকদেরকে সমাজের অসহায় মানুষের পাশে থাকার আহব্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ আটোয়ারী থানা জনাব সোহেল রানা, অফিসার ইনচার্জ তেঁতুলিয়া মডেল থানা জনাব আবু সাঈদ চৌধুরী,বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ জেলা পুলিশের বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
Leave a Reply