September 17, 2025, 9:56 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
চট্টগ্রামের শিল্পকলায় অনুষ্ঠিত হলো কায়া আশ্রমের নান্দনিক নৃত্য পরিবেশনা রংপুর হা-রাগাছে আলেফ উদ্দিন প্রিমিয়ার লীগের মেগা ফুটবল খেলার ফাইনাল অ-নুষ্ঠিত পঞ্চগড়ে যৌ-থবাহিনীর অ-ভিযানে জা-ল টাকা সহ ১ জুয়ারী আ-টক ইউপি সদস্যের দ-খলে সওজের কোটি টাকার স-ম্পত্তি শাল্লায় জায়গা সং-ক্রান্ত বি-রোধের জেড়ে প্র-তিপক্ষের হা-মলায় আহ-ত-২ থানায় মামলা দা-য়ের সুজানগরের তঁাতিবন্দে বিএনপির কর্মী স-মাবেশ অনুষ্ঠিত ইয়্যুথ ভ-লান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন (রাবি) শিক্ষার্থী ও সুজানগরের কৃতি সন্তান দ্বীপ মাহবুব ঝিনাইদহে তু-চ্ছ ঘট-নাকে কেন্দ্র করে সংঘ-র্ষে আহ-ত ১৯ ফরিদপুরের সালথায় টিএমএসএস’র নতুন শাখা উ-দ্বোধন ও ঋ-ণ বিত-রণ শুরু ঝিনাইদহে জমি অ-ধিগ্রহণ কর্মকর্তার বিরু-দ্ধে গা-লিগালাজ ও হুম-কির অভি-যোগ জমির মালিকদের
টাঙ্গাইলের ঘাটাইলে ভারসাম্যহীন অবস্থায় ঘুরাঘুরি করা পাহাড়ি লোকটির পরিবারের খোঁজ পাওয়া গেছে

টাঙ্গাইলের ঘাটাইলে ভারসাম্যহীন অবস্থায় ঘুরাঘুরি করা পাহাড়ি লোকটির পরিবারের খোঁজ পাওয়া গেছে

মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

ঢাকা বিভাগের টাঙ্গাইলের ঘাটাইলে সেনাবাহিনী সংলগ্ন এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরাঘুরি করা সেই পাহাড়ি লোকের অভিভাবকের খোঁজ পাওয়া গেছে, এবং তাকে আনতে টাঙ্গাইলে গিয়েছে তার জেঠাতো ভাই টুন্টু মনি চাকমা।

গত ২৪ জানুয়ারি টাঙ্গাইল এর ঘাটাইলে সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় সেনা সদস্য সুজন দাশ খাগড়াছড়ি সাংবাদিক মিঠুন সাহার সাথে যোগাযোগ করা হলে এর মাধ্যমে জানতে পারা যায় লোকটি পানছড়ি-ভাইবোনছড়ার ঠিকানা বলে ভারসাম্যহীন লোকটি।এর বেশি কিছু বলতে পারে না।তারপর সুজন দাশ এর কাছ থেকে ছবি ও প্রাথমিক তথ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সাংবাদিক মিঠুন সাহা এবং মুহুর্ত্বের মধ্যে ভাইরাল হলে পরদিন সকালে তার এক আত্মীয় সম্পর্কে জেঠাতো ভাই টুন্টু মনি চাকমা ও ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা সাংবাদিক এর সাথে যোগাযোগ করে তার পরিচয় দেন।

মানসিক ভারসাম্যহীন লোকটির নাম কুকু মনি চাকমা,বাবা:মৃত রামচন্দ্র চাকমা,মাতা:শান্তি বালা ত্রিপুরা গ্রাম: আনপছড়া,ভাম্ভুপাড়া ( ওগলছড়ি এলাকায়) পানছড়ি এলাকায় বাড়ি।

বাবা ও মা দুজনেই মারা গেছেন অনেক আগে।তারা দুইভাই ও এক বোন।ছোট ভাইটিও মানসিক ভারসাম্যহীন।এখন বোনের সংসারে রয়েছে।এখন অভিভাবক এর মধ্যে রয়েছে বোন ও বোনের জামাই।

ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার জেঠাতো ভাই এর একান্ত উদ্যোগে তাকে আনতে জেঠাতো ভাই টাঙ্গাইল এর ঘাটাইল রওনা হন ২৫ জানুয়ারি সন্ধ্যায় এবং ২৬ জানুয়ারি সকালে ঘাটাইলে দেখা হয় তার সাথে। ২৭ জানুয়ারি সকালে ভাইবোনছড়া জেঠাতো ভাই টুন্টু মনি চাকমার ওখানে নিয়ে আসা হবে বলে জানা যায়।

এই বিষয়ে সেনা সদস্য সুজন দাশ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানানঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার, ভাইবোন ছড়ার ভারসাম্য হীন খুকুমনী চাকমাকে তার পরিবারের লোকজনের কাছে আজ তুলে দিতে পেরেছি।বিগত কিছুদিন আগে ভারসাম্য হীন ভাবে টাংগাইল ঘাটাইল সংলগ্ন এলাকায় ঘুরাঘুরি করছিলো,তার পরিচয় জিজ্ঞেস করেলে সে পানছড়ি ভাইবোন ছড়া নাম বলে।তারপর আমি খাগড়াছড়ির সাংবাদিক মিঠুন সাহার সহযোগিতার তার পরিবারের খোঁজ পাই এবং ভাইবোনছড়ার চেয়ারম্যান সুজন চাকমার সাথে যোগাযোগ করে তার পরিবারের সদস্য কাছে খুকুমনী চাকমাকে হস্তনতর করি।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD