টাঙ্গাইলের ঘাটাইলে ভারসাম্যহীন অবস্থায় ঘুরাঘুরি করা পাহাড়ি লোকটির পরিবারের খোঁজ পাওয়া গেছে

মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

ঢাকা বিভাগের টাঙ্গাইলের ঘাটাইলে সেনাবাহিনী সংলগ্ন এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরাঘুরি করা সেই পাহাড়ি লোকের অভিভাবকের খোঁজ পাওয়া গেছে, এবং তাকে আনতে টাঙ্গাইলে গিয়েছে তার জেঠাতো ভাই টুন্টু মনি চাকমা।

গত ২৪ জানুয়ারি টাঙ্গাইল এর ঘাটাইলে সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় সেনা সদস্য সুজন দাশ খাগড়াছড়ি সাংবাদিক মিঠুন সাহার সাথে যোগাযোগ করা হলে এর মাধ্যমে জানতে পারা যায় লোকটি পানছড়ি-ভাইবোনছড়ার ঠিকানা বলে ভারসাম্যহীন লোকটি।এর বেশি কিছু বলতে পারে না।তারপর সুজন দাশ এর কাছ থেকে ছবি ও প্রাথমিক তথ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সাংবাদিক মিঠুন সাহা এবং মুহুর্ত্বের মধ্যে ভাইরাল হলে পরদিন সকালে তার এক আত্মীয় সম্পর্কে জেঠাতো ভাই টুন্টু মনি চাকমা ও ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা সাংবাদিক এর সাথে যোগাযোগ করে তার পরিচয় দেন।

মানসিক ভারসাম্যহীন লোকটির নাম কুকু মনি চাকমা,বাবা:মৃত রামচন্দ্র চাকমা,মাতা:শান্তি বালা ত্রিপুরা গ্রাম: আনপছড়া,ভাম্ভুপাড়া ( ওগলছড়ি এলাকায়) পানছড়ি এলাকায় বাড়ি।

বাবা ও মা দুজনেই মারা গেছেন অনেক আগে।তারা দুইভাই ও এক বোন।ছোট ভাইটিও মানসিক ভারসাম্যহীন।এখন বোনের সংসারে রয়েছে।এখন অভিভাবক এর মধ্যে রয়েছে বোন ও বোনের জামাই।

ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার জেঠাতো ভাই এর একান্ত উদ্যোগে তাকে আনতে জেঠাতো ভাই টাঙ্গাইল এর ঘাটাইল রওনা হন ২৫ জানুয়ারি সন্ধ্যায় এবং ২৬ জানুয়ারি সকালে ঘাটাইলে দেখা হয় তার সাথে। ২৭ জানুয়ারি সকালে ভাইবোনছড়া জেঠাতো ভাই টুন্টু মনি চাকমার ওখানে নিয়ে আসা হবে বলে জানা যায়।

এই বিষয়ে সেনা সদস্য সুজন দাশ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানানঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার, ভাইবোন ছড়ার ভারসাম্য হীন খুকুমনী চাকমাকে তার পরিবারের লোকজনের কাছে আজ তুলে দিতে পেরেছি।বিগত কিছুদিন আগে ভারসাম্য হীন ভাবে টাংগাইল ঘাটাইল সংলগ্ন এলাকায় ঘুরাঘুরি করছিলো,তার পরিচয় জিজ্ঞেস করেলে সে পানছড়ি ভাইবোন ছড়া নাম বলে।তারপর আমি খাগড়াছড়ির সাংবাদিক মিঠুন সাহার সহযোগিতার তার পরিবারের খোঁজ পাই এবং ভাইবোনছড়ার চেয়ারম্যান সুজন চাকমার সাথে যোগাযোগ করে তার পরিবারের সদস্য কাছে খুকুমনী চাকমাকে হস্তনতর করি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *