January 2, 2025, 7:25 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর ১০৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়। ২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ ফজলুল হক এর সভাপত্বিত্তে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া প্রেসকাবের সভাপতি সরদার হারুন রানা, বিদ্যুৎসাহী সদস্য মোঃ শহিদুল পাইক, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আভা মুখার্জী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ আনিসুর রহমান সেরনিয়াবাত, প্রাক্তন ছাত্র বাপ্পি হাওলাদার, ওয়াসিম ওরফে জসিম হাওলাদার, প্রমুখ সভায় নতুন ৪তলা ভবন নির্মান উপলক্ষে দক্ষিণ বাংলার রূপকার আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এম,পি), আহ্বায়ক (মন্ত্রী পদ মর্যাদা) পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল জেলা এর পুত্র সুকান্ত আবদুল্লাহ’র নামে নামকরন করা হয়। সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার মান উন্নয়ন করার জন্য বলেন আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।