গৌরনদীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্ট!! সুমন তালুকদার গৌরনদী।

বরিশালের গৌরনদীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার সকালে সরকারি গৌরনদী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন,
পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, বাউরগাতি মাধ্যমিক বিদ্যালযরে সহকারী প্রধান শিক্ষক আলম মোল্লাসহ অন্যান্যরা।

সুমন তালুকদার
গৌরনদী বরিশাল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *