January 15, 2025, 12:04 pm
মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে পহেলা ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমানের নৌকা প্রতীকের বিজয়ী করার লক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
নাচোল উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আয়োজনে আজ বুধবার বেলা ১১টার দিকে নাচোল উপজেলার মধ্যে বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুন নাঈম মুন্নির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলেটের সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল হোসেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, পৌর সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ঝাইটোন।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের বিভিন্ন অংঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ