মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রিকেট দল সিরাজগজ্ঞ জেলা দলকে ২৮ রানে হারিয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালযের ক্রিকেট টীম সিরাজগঞ্জ জেলার কাজিপুর সরকারী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ২৮ রানে হারিয়ে খেলায় টিকে থাকলো।

মঙ্গলবার দুপুর ২ টার সময় রাজশাহী কলেজ মাঠে অনু্ষ্ঠিত (বালিকা) ক্রিকেট খেলায় মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাথে সিরাজগজ্ঞ সরকারী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের খেলা অনুষ্ঠিত হয়।

মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রিকেট দলের অধিনায়ক মোসাঃ হালিমা খাতুন টচে হেরে ব্যাট করার সুযোগ পায়।

মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ব্যট করে ৩ ইউকেট হারিয়ে নির্ধারিত ৮ ওভারে ১০৯ রান করে। ১১০ রানের টারগেটে বাট করতে নেমে দলীয় অধিনায়ক হালিমার প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে চাপে পড়েন ।
ধারাবাহিকভাবে ইউকেট পড়ায় প্রতিপক্ষ আর চাপ সামাল দিতে পরেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৮ ওভারে ৬ ইউকেট হারিয়ে ৮১ রান তুলতে সমর্থ হয়। মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৮ রানের ব্যবধানে জয় লাভ করে।

মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী জেলা চ্যাম্পিয়ন ও সিরাজগঞ্জ জেলা টীমকে হারানোর গৌরব অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাঃ আমেনা খাতুন, প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *