বানারীপাড়া পৌরসভার কাউন্সিলর এসএম আকবরের মায়ের দাফন সম্পন্ন

আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা এস এম আকবর এবং ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ সরদারের মা রোকেয়া বেগমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ৮টায় পৌর ভবনের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ও দ্বিতীয় জানাজা নিজ বাড়ির সম্মুখে অনুষ্ঠিত হয়। এ সময় বরিশাল জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা একেএম ইউসুফ আলী ও কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, সহসভাপতি এটিএম মোস্তফা সরদার, সদস্য ও সদর ইউপির চেয়ারম্যান আ. জলিল ঘরামী, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, দপ্তর সম্পাদক ও প্যানেল মেয়র প্রভাষক এমাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ শহিদুল ইসলাম, সদস্য ও প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সড়ক ও জনপথের (সওজ) অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মু. মুন্তাকিম লস্কর কায়েস, স্পোর্টিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বানারীপাড়া উপজেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, বিশিষ্ট ব্যবসায়ী লাইস আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তার মরদেহ ৫নং ওয়ার্ডের সরদারবাড়ির পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।উল্লেখ্য, পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা এসএম আকবরের মা রোকেয়া বেগম (১০৯) মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে পৌর শহরের ৫নং ওয়ার্ডের সরদারবাড়ির নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *