বানারীপাড়ায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে হনুমান

এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা।। বেশ কিছুদিন ধরে বানারীপাড়া পৌর এলাকাসহ সলিয়া বাকপুর এবং সদর ইউনিয়নের মাছরং, আজালিয়া গ্রামে দুই হনুমানের অবাধ বিচরণ। এরা কখনো গাছে, দালানের কার্নিশ, টিনের চাল, ছাদের পানির ট্যাংকের ওপর, বানারীপাড়া বন্দর বাজারের বিভিন্ন দোকনের চালে স্বাধীনভাবে বসছে। পাশাপাশি তাদের মানুষজন দেখতে ভিড় করছে। কৌতূহলী অনেকে বিভিন্ন ফল, সবজি ইত্যাদি ওদের সামনে দিচ্ছে খাবারের জন্য।
সরজমিনে ঘুরে দেখা গেছে, ¯হানীয়রা হনুমান দুটিকে খাবার দিলে এরা এসে সেসব খাবার শান্তভাবে নিয়ে যাচ্ছে। হনুমান দুটি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় বিচরণ করছে। ওরা এখন পর্যন্ত কারোর কোনো ক্ষতি করেছে এমন তথ্য পাওয়া যায়নি। তবে কেউ কেউ এদের উত্ত্যক্ত করলে মাঝে মধ্যে হাত-পা ছড়িয়ে ভয় দেখায়।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষক কৃষ্ণ কান্ত বলেন, আমার বাড়িতে এরা প্রায়ই আসে। আমরা খাবার দেই। হনুমান দুটিকে যদি পুনর্বাসন করা যায় তাহলে ভালো হবে। লোকজন যে খাবার ছিটিয়ে দেয় তাতেই ওদের খিদে মিটে যায়।
স্থানীয় বাসিন্দা রুস্তম আলী বলেন, কয়েক দিন ধরে এলাকায় এদের দেখা যাচ্ছে। হয়তো খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে। এদেরকে যেন কেউ উত্ত্যক্ত না করে।
পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল বলেন, পৌরসভার পরিষদবর্গের সঙ্গে বসে হনুমান দুটির ব্যাপারে ব্যবস্থা নেব।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *