আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় মঙ্গলবার ২৪ জানুয়ারী বেলা ১১ টায় উপজেলার বাইশারী ইউপি মিলনায়তনে বেসরকারী সংস্থা নাগরিক উদ্যোগ এর আয়োজনে “প্রকল্প কার্যক্রম বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধি, বিট পুলিশ এবং কমিউনিটি পুলিশের” সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ ফরিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন এ এস আই মোঃ মামুনুর রশিদ, সভায় সভাপতিত্ব করেন ইউপি সচিব সারমিন। কমিউনিটি প্যারলিগ্যাল সুমাইয়ার সঞ্চালনায় প্রকল্পের পরিচিতি বিষয়ে আলোচনা করেন সংস্থার এরিয়া অফিসার মোঃ মহাসিন মিয়া। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, বিট পুলিশ ও কমিউনিটি পুলিশ প্রমুখ।একই বিষয়ে মতবিনিময় সভা সোমবার উদয়কাঠী ইউনিয়ন পরিষদের মিলনায়তনে বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউপি সচিব মোঃ আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, বিশেষ অতিথি ছিলেন এ এস আই মোঃ মামুনুর রশিদ প্রমূখ।
Leave a Reply