হাফিজুর রহমান।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে ধানের খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় দু-পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় রক্তক্ষয়ী সংর্ঘষের আংশষ্কা করছে এলাকাবাসী।
জানাযায়, সোমবার(২৩ জানুয়ারী২৩)ইং সন্ধ্যায় উপজেলার যদুনাথপুর ইউনিয়নের উখারিয়াবাড়ী চৌরাটা গ্রামে এ ঘটনা ঘটে।
খড়ের গাদের মালিক কৃষক আরশেদ আলী জানান, আমি বিগত ২৫ বছর পূর্বে একই এলাকার তোরাপ আলীর কাছ থেকে ৮ শতাংশ জমি ক্রয় করেছি। এখন বর্তমানে তোরাপ আলীর ভাতিজা আব্দুর রাজ্জাক তিনি জমিটি তাদের বলে দাবী করে আসছে। বিভিন্ন সময় আমাদের কে মারতে আসে ও উচ্ছেদ সহ প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। পূর্ব শত্রুুতার জেরে গত সোমবার(২৩ জানুয়ারী২৩)ইং সন্ধ্যায় মাগরিবের নামাযের সময় রাজ্জাক আমার খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। আমি ঐ সময় বাইরে ছিলাম দেখেছি। পরে আমরা পানি দিয়ে নিয়ন্ত্রয়ন করি। এঘটনায় আমি রাজ্জাকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
এব্যাপারে বিবাদী আব্দুর রাজ্জাক সমস্ত ঘটনা অস্বীকার করে বলেন, আমার মায়ের নামের ৮ শতাংশ জমি আরশেদ জোরপূর্বক বেদখল করে নিয়েছে। সেই জমি বিরোধ বিষয়ে আমাদের উপর মিথ্যা মামলা করে হয়রানি করে আসছে। গত সোমবার সন্ধ্যায় আমি পাশের জাগিরাচালা এলাকায় এক লোজকের জানাযা নামজে ছিলাম। জানাযা শেষে সন্ধ্যায় বাড়ী ফিরলে আরশেদ গংরা আমাকে দা,শাবল ও বাঁশের লাঠি দিয়ে মারতে আসে। আমি নিজেকে বাঁচাতে দৌড়ে বাড়ীর ভিতরে চলে আসি। বাড়ী এসে জানতে পারি কে বা কাহারা আরশেদের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে আরশেদ ও তার পরিবার পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর পাঁয়তারা করছে। আমি তাতক্ষণিক ধনবাড়ী থানা পুলিশ কে অবগত করি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছেও বলে তিনি জানিয়েছেন।
স্থানীয় এলাকাবাসী ইব্রাহিম, শাজাহান, আলাউদ্দিন সহ আরো অনেকে জানান, খড়ের গাদায় আগুনের ঘটনা কে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে যে কোন সময় রক্তক্ষয়ী সংর্ঘষ হতে পারে। তাই এ ঘটনায় দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের দাবী করেন তারা।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, খড়ের গাদায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে শুনেছি। তবে এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply