August 31, 2025, 9:00 pm
রিপন ওঝা,খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলার সকল উপজেলায় জ্ঞানের দেবী বিদ্যারুপিনী সুরুপিনী রুপশ্রী শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজার লক্ষ্যে বিভিন্ন মণ্ডপ,পাড়া-মহল্লাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যান্ডেল আলোকসজ্জা সাজের প্রস্তুতি শেষ পর্যায়ে।
শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। মণ্ডপ, পাড়া-মহল্লা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যান্ডেল ও আলোকসজ্জা করা হয়েছে। বিদ্যার দেবীর বন্দনায় প্রস্তুত সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্ ধর্মীয় উত্সব সরস্বতী পূজা। প্রতিবছরের মতো এবারও জ্ঞানের আলো ছড়াতে আসছেন দেবী সরস্বতী। মৃত্শিল্পীরা দিনরাত পরিশ্রম করে চলেছেন। মৃৎশিল্পীগণ বাঁশ, খড় ও কাঁদামাটি দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরি ও প্রলেপ দেওয়ার প্রাথমিক কাজ শেষ করে রং তে রাঙ্গিয়ে মূল্যের বিনিময়ে বিতরণে ব্যস্ত সময় পার করছেন।
মৃৎশিল্পী বাবুল জানান শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও প্রতিমা তৈরি করছি। সারা বছর বিভিন্ন প্রতিমা তৈরি করি। এবার বিভিন্ন সাইজের সরস্বতী প্রতিমা তৈরি করেছি। তিনি আরো জানান,প্রতিমা তৈরি ও তার সাজসজ্জার যে কাঁচামাল তার দাম বেড়েছে। বাজার অনুপাতে সাইজ অনুযায়ী প্রতিমা তৈরির খরচ অনেকটাই বেড়েছে। ফলে গতবারের চেয়ে চলতি বছরে বেশি মূল্যে প্রতিমা বিক্রয় করতে হচ্ছে।
মহালছড়ি মাস্টারপাড়াতে প্রতিবছরের ন্যায় এবারও সরস্বতী পূজা উদযাপিত হবে এবং পূজার দিনে মহাপ্রসাদ গ্রহণ করার জন্যে সকল সনাতনীদের আমন্ত্রণ জানিয়েছে পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেবনাথ ও সাধারণ সম্পাদক অভিরাজ দেবনাথ মান্না।
পূজা উদযাপন পরিষদের সবার আকুল প্রার্থনা যে দেবীর আর্শীবাদে ভরে ওঠুক বাংলার জ্ঞান ভান্ডার।
আগামী ১১মাঘ১৪২৯ বাংলা(২৬জানুয়ারি) রোজ বৃহস্পতিবার হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা শহর ও সকল উপজেলার পূজা মন্ডপ গুলোতে তাই শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পাশাপাশি চলছে মণ্ডপ সাজানোর কাজ।