January 15, 2025, 7:44 am
শহিদুল ইসলাম মহেশপুর থেকেঃ-
ঝিনাইদহের মহেশপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সেলিম ( ৫৫) ২৩ জানুয়ারি দিবাগত রাত ৮ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি পিতা স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। ২৪ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় মহেশপুর শহরে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয় মাঠ ও নিজ গ্রাম উপজেলার নাটিমা ইউপির দারিয়াপুরে জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উক্ত জানাজায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ – ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড,শফিকুল আজম খান চঞ্চল, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, মরহুমের পিতা আকবর আলী মাষ্টার, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি মোঃ সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, মহেশপুর পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার শত শত লোকজন উপস্থিত ছিলেন।