January 2, 2025, 10:50 pm
মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে পহেলা ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমানের নৌকা প্রতীকের বিজয়ী করার লক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মল্লিকপুর বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।
ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান।
এসময় উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ-২আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ন রেজা, নাচোল উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ হালিমা বেগম, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হক, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হক অপু, সাবেক সদস্য শামীম রেজা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান চেয়ারম্যান মসিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অংঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।