January 15, 2025, 4:43 am
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে এক্সপ্রেস জোনের কার্যক্রম বন্ধের দাবিতে রং মিস্ত্রিদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে জেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন। এতে জেলার কয়েক’শ রং মিস্ত্রী ব্যানার, ফেস্টুন, লিফলেট নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়। এসময় জেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক ইউসুফ আলী কাজল, সহ-সভাপতি জাকিরুল ইসলাম বাবু, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, সদস্য বাবু মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তরা বলেন, বার্জারসহ বিভিন্ন রং কোম্পানী এক্সপ্রেস জোন খোলায় রং মিস্ত্রীদের কাজের সাংঘর্ষিক হচ্ছে। ফলে তাদের কাজ কর্ম দিন দিন কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই দ্রুত এক্সপ্রেস জোন বন্ধ করার দাবি জানান তারা।
ঝিনাইদহ
আতিক রহমান