শ্রীনগরে পুর্ব শত্রুতার জেরধরে হামলায় আহত ২

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বাঘড়া ইউনিয়নে রুদ্রপাড়া ও ছত্রভোগ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

হামলার শিকার বাদীর অভিযোগ সুত্রে জানা যায়, নিজাম উদ্দিন ফকির (৩১), পিতা- সিরাজ ফকির, সাং- ছত্রভোগ, ইউপি- বাঘড়া, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ শ্রীনগর থানায় বিবাদী- স্বপন (৩৮), জহিরুল (২৬), উভয় পিতা- মৃত মজিবর হাওলাদার, রুবেল মাঝি (৩৫), সোহেল (৩০), উভয় পিতা- আনিছ মাঝি, কালা চাঁন খাঁ (৪২), পিতা- জসু খাঁ, আব্দুল হক (৩৫), পিতা- সামু মাদবর, সর্ব সাং- তিন হালট, রুদ্রপাড়া, ইউপি- বাঘড়া, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জগণ সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ বিবাদীগণ বিবাদীগণ আমার পূর্ব পরিচিত। আমরা একই এলাকায় বসবাস করি। বিবাদীদের সহিত আমাদের পূর্ব থেকে বিরোধ চলিয়া আসিতেছিল।

এরই ধারাবাহিকতায় ২২জানুয়ারী সকাল অনুমানিক ১০টায় সময় উক্ত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৫/৬ জন বিবাদীগণ কাঠের লাঠিসোটা, লোহার রড, লোহার পাইপ, ছেনদা হাতে আমার বাড়ীতে অনাধিকার প্রবেশ করিয়া আমাকে সহ আমার পারিবারের লোকজনদের অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে।

তখন আমি ঘর থেকে বের হয়ে বিবাদীদের কে গালিগালাজ করিতে নিষেধ করি, বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া আমাকে এলোপাথারী ভাবে পিটাইয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।

১নং বিবাদী তার হাতে থাকা জেনদা দিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারিয়া গুরুত্বর রক্তাক্ত জখম করে। সে সময় আমার চাচাতো বোনের স্বামী- জাহাঙ্গীর (৩৫), পিতা- আজিজ হাওলাদার, আগাইয়া আসিতে উক্ত বিবাদীগণ তাকেও মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। ২নং বিবাদী তার হাতে থাকা লোহার রড দিয়া জাহাঙ্গীর (৩৫) ভাই কে হত্যার করার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করা কালে উক্ত আঘাত তার ডান চোখে লাগিয়া গুরুত্বর রক্তাক্ত জখম করে। ৩নং বিবাদী- রুবেল মাঝি (৩৫) জাহাঙ্গীর (৩৫) ভাইয়ের গলায় থাকা ০৬ আনি ওজনের স্বর্নের চেইন, যাহার মূল্য অনুমান ৩০ হাজার টাকা নিয়ে যায়।

আমাদের ডাক চিৎকারে আমার আত্মীয় সজন সহ এলাকার পাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগণ আমাকে সহ আমার পরিবারের লোকজনদের প্রাণে মেরে ফেলার হুমকি সহ বিভিন্ন ধরনের ভায়ভীতি দেখাইয়া চলিয়া যায়।

পরে উপস্থিত লোকজনের সহযোগীতায় আমার পরিবারের লোকজন আমাকে সহ জাহাঙ্গীর (৩৫) ভাইকে রক্তাক্ত আহত অবস্থায় দ্রুত চিকিৎসার জন্য শ্রীনগন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যায়।

এব্যপারে এস এই সামিউল জানান উভয় পক্ষের অভিযোগ পেয়েছি, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *