আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২জানিয়ারী) ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম। এ সময় ময়মনসিংহ জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ, ফোর্সবৃন্দ ও সিভিল স্টাফগন উপস্থিত ছিলেন। কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যরা পুলিশ সুপার এর নিকট কল্যাণ সংক্রান্ত বিষয়ে তাদের প্রস্তাবনা ও মতামত উত্থাপন করেন। পুলিশ সুপার তাদের প্রস্তাবনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভার শুরুতেই পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুল ইসলাম ফকির সম্মানসূচক lGP’s Exemplary Good Services Badge পদকে ভূষিত হওয়ায় এবং জেলা গোয়েন্দা শাখায় কর্মরত চৌকষ অফিসার এস আই (নিরস্ত্র) পরিমল চন্দ্র সরকার রাষ্ট্রপতি পুলিশ পদক তথা পিপিএম সাহসিকতা পদকে ভূষিত হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এরপর পুলিশ সুপার এর IGP’s Exemplary Good Services Badge পদক প্রাপ্তিতে ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য সংশ্লিষ্ট অফিসারগণ ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সভায় বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়। থানা এলাকায় চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ যাতে না বৃদ্ধি পায় তার প্রতি লক্ষ্য রেখে দায়িত্ব পালনের জন্য সকল ইনচার্জদের নির্দেশনা দেন পুলিশ সুপার। এছাড়াও মাদক-জঙ্গি-সন্ত্রাসবাদ ও চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান জোরদারকরনের নির্দেশ প্রদান করা করার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল করার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়। সকলকে পেশাদারিত্ব, দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশনা দেন পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা । এসময় বিভিন্ন ক্যাটাগরিতে কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী অফিসার-ফোর্সদের পুরস্কৃত করেন সম্মানিত পুলিশ সুপার। এছাড়া সম্প্রতি পিআরএল এ গমনকারী দুইজন পুলিশ সদস্যের হাতে শুভেচ্ছা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার।
এরপর কল্যাণ সভায় অবসরপ্রাপ্ত এসআই সশস্ত্র খন্দকার মোঃ বজলুর রশিদ, নায়েক মোঃ আব্দুল আজিজ, কনস্টেবল মোহাম্মদ মোজাম্মেল হক, কনস্টেবল মোঃ আজিজুর রহমান, কনস্টেবল মোঃ সিরাজুল ইসলাম, কনস্টেবল মোঃ সোহরাব উদ্দিন, কনস্টেবল মোহাম্মদ শাহজাহান আলী, কনস্টেবল অশোক সাংমা এবং কনস্টেবল এ.কে.এম. জয়নাল আবেদিন-কে তাদের চাকুরিকাল শেষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে ডিসেম্বর ২০২২ মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুল ইসলাম ফকির, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার), কোতোয়ালী মডেল থানা; শ্রেষ্ঠ এসআই নিরুপম নাগ, কোতোয়ালী মডেল থানা; শ্রেষ্ঠ এএসআই হিসেবে মোঃ সোহরাব, কোতোয়ালী মডেল থানা; শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে মোঃ মাহফুজুর রহমানসহ ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ময়মনসিংহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সকে পুরস্কৃত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শাক-সবজি চাষ ও জমির সর্বোত্তম ব্যবহারের যে নির্দেশনা প্রদান করেছিলেন তার সুষ্ঠু প্রতিপালন করায় পাগলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামানকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
কল্যাণ সভায় পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা অফিসার-ফোর্সের বিভিন্ন দাবী-দাওয়া ও সমস্যার কথা শোনেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য নির্দেশনা প্রদান করেন। জেলা পুলিশের জমি সংক্রান্ত বিবিধ প্রক্রিয়াগত দিক নিয়ে আলোচনার পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের ড্রেস রুল মেনে চলা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সর্বদা প্রস্তুত রাখাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। মহান স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল ও বিশ্বস্ত থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পুলিশ সুপার সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
দিনের পরবর্তী অংশে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য সংশ্লিষ্ট অফিসারগণ অংশগ্রহণ করেন। উক্ত সভায় ডিসেম্বর ২০২২ মাসের গুরুত্বপূর্ণ মামলা সমূহের রহস্য উদঘাটন, তদন্ত কার্যক্রমের অগ্রগতি ও সমগ্র জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply