এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
বাংলাদেশ যুব মহিলালীগের পক্ষ থেকে পটুয়াখালী জেলা যুব মহিলালীগের আহ্বায়ক তানিয়া খানম মিলা মৃধার উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরনের ৫ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের রোগী ও স্বজনদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।
রবিবার ২২’জানুয়ারি রাতে জেলা যুব মহিলালীগের আহ্বায়ক তানিয়া খানম মিলা ও যুগ্ম-আহবায়ক শাহানাজ পারভীন ছবি সহ যুব মহিলালীগের নেত্রীবৃন্দ হসপিটালে ঘুরে ঘুরে দুর দুরন্ত থেকে আসা রোগী ও স্বজনদের মাঝে কম্বল বিতরন করেন।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু ও তার কন্যা দেশররত্ন বাংলাদেশ বর্তমান সরকার শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন এবং দেশের চলমান সফল সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে আগামী জাতীয় নির্বাচনে আবারও আওয়ামিলীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানান।
উল্লেখ গত শুক্রবার জেলা আওয়ামীলীগ কার্যলয়ে জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন সহ জেলার অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতে এ কার্যক্রম শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ২২-জানুয়ারি সন্ধ্যার পরে তৃতীয় দিনের কার্যক্রম অব্যাহত রাখতে অসহায় দরিদ্র মানুষের দারে দারে গিয়ে কম্বল বিতরন করেন এবং আগামী (২৪’জানুয়ারি-২০২৩ ইং) তারিখ পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা যুব মহিলালীগের আহ্বায়ক তানিয়া খানম মিলা মৃধা।
শীতে হসপিটালের ফ্লোরে ও আঙিনায় কষ্ট করে থাকা দুর দুরন্ত থেকে আসা রোগীর স্বজনরা কম্বল উপহার পেয়ে খুব খুশি হয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং পটুয়াখালী জেলা যুব মহিলালীগের আহ্বায়ক তানিয়া খানম মিলা মৃধা সহ সকলের জন্য দোয়া কামনা করেন।
Leave a Reply