January 15, 2025, 8:22 am
মো. আমজাদ হোসেন রতন, নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে বর্তমান সরকারের উন্নয়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.খালিদ হোসেন, সাবেক ভিপি আল-মামুন প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তরা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন গ্রাম গঞ্জে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের আরো সজাগ থাকতে হবে।
নাগরপুর,টাঙ্গাইল।