January 15, 2025, 7:33 am
রিপোর্ট!! সুমন তালুকদার গৌরনদী।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দারিদ্র্য জনগোষ্ঠী এবং স্বল্প আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ চালু রাখলেও টিসিবির পণ্য বিতরণে অনেক জায়গাতেই অনিয়ম লক্ষ্য করা যায়। একজনের পণ্য আরেকজনের উঠিয়ে নিয়ে যাওয়া এবং বৃত্ত শালীদের দেখা যায় টিসিবির পণ্য ভোগ করতে।যার ফলে প্রকৃত দারিদ্র জনগোষ্ঠী এই সেবা থেকে থেকে যায় বঞ্চিত।তবে প্রকৃত উপকারভোগীরা যাতে সঠিকভাবে তার টিসিবির পণ্য পেতে পারে সেই লক্ষ্যে বরিশালের গৌরনদীতে টিসিবির পণ্যে বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষে ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীদের মাঝে ডিজিটাল কার্ড বিতরনের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, ডিজিটাল কার্ড বিতরণের ফলে একজনের পণ্য অন্যজনের নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে এবং উপকারভোগীরা যে সকল পণ্য পাবেন তার পুরো বিবরণ ম্যাসেজের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চলে আসবে।
সুমন তালুকদার
গৌরনদী, বরিশাল