স্বরূপকাঠির সন্ধ্যানদীর তীর থেকে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি।।

পিরোজপুরের স্বরূপকাঠির সন্ধ্যানদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে নেয়ার অপরাধে এস বি এফ ইটভাটার ৫জন শ্রমিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। স্বরূপকাঠির সন্ধ্যানদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে নেয়ার খবর পেয়ে ঘটনা স্থালে গিয়ে এস বি এফ ইটভাটার ৫জন শ্রমিককে টলার সহ আটক করে।

গতকাল শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহাবুব উল্লাহ মজুমদার ওই আদালত পরিচালনা করেন । জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঐদিন দুপুরে নির্বাহী ম্যজিষ্ট্রেট থানা পুলিশের সহায়তায় উপজেলার রাজবাড়ি এলাকার সন্ধ্যানদীর তীর থেকে অবৈধভাবে মাটি নেয়ার সময় তাকে আটক করে। তখন ঐ একই স্থান থেকে আরো মাটি কাটছিলো টি বি এফ এবং সততা ব্রিকস এর শ্রমিকরা। ইউএনও ঘটনা স্থালে যাওয়ার পূর্বে তার দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ,২০১০ এর ১৫(১) ধারার লংঘনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করেন। এস বি এফ ইট ভাটার অর্থদন্ড প্রাপ্তরা হলেন, আব্দুল মজিত, মোঃ ইসমাইল হোসেন ,খান জাহান আলী ,আনোয়ারুল ইসলাম ,ইদ্রিস আলী বাবু । এদের সকলের বাড়ি সাতক্ষিরা আশাশুনি উপজেলায়।

ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *