January 15, 2025, 7:47 am
হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সমলয়ে কার্যক্রম(ঝুহপযৎড়হরুবফ ঈঁষঃরাধঃরড়হ) বাস্তবায়নের লক্ষ্যে রাইস প্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার(২২জানুয়ারী২৩)ইং সকালে টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের সমতকুড় এলাকায় এ চারা রোপন কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে রোপন কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা।
অনুষ্ঠানে বক্তব্যে রাখেন-টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মাহমুদুল হাসান, ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কৃষিকর্মকর্তা দেলোয়ার হোসেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমূখ।
এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদ আহমেদ, জাহিদুল ইসলাম ও সাংবাদিক হাফিজুর রহমান,আনছার আলী,ধোপাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার আলীসহ এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী’র ঘোষণা ও কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি’র নির্দেশায় কৃষি খাত কে এগিয়ে নিতে ও কৃষি কে স্মার্ট কৃষি করতে এবং কৃষি কে ব্যনিজ্যিক করণে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিমন্ত্রীর চেষ্টায় বর্তমানে কৃষি’র উন্নয়নে বিপ্লব ঘটেছে। আগামীদিনেও প্রযুক্তিতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে সেই সাথে কৃষক কম খরচে বেশী লাভবান হতে পারবে বলেও তারা জানান।