ইজতেমা ময়দানে: দ্বিতীয় পর্বে ১৫ যৌতুকবিহীন বিয়ে

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় পর্বে শরীয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার (২১ জানুয়ারি) বাদ আছর মঞ্চের পাশে বসে যৌতুকবিহীন বিয়ের আসর। সেখানে কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে ১৫ বিয়ে সম্পন্ন হয়।

বাদ আসর ভারতের মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী ওই বিয়ে পরিচালনা করেন।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম নিশ্চিত করে বলেন,দ্বিতীয় পর্বে মোট ১৫টি যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়েছে,এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৭০ জোড়া যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। যৌতুকবিহীন বিয়ে বিশ্ব ইজতেমার একটি অন্যতম আকর্ষণ।
বিদেশি মুসল্লিদের প্যান্ডেলের পাশে থাকায় দোয়া মঞ্চে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, এদিন সকাল থেকেই বর-কনের নাম তালিকাভুক্তি শুরু হয়। বিয়ের আগ পর্যন্ত চলে ওই তালিকাভুক্তির কাজ। যৌতুকবিহীন বিয়ের ওই মঞ্চের সামনে কনের অনুপস্থিতে তার স্বজন এবং বর ও তার স্বজনরা উপস্থিত থেকে ইসলামী শরিয়ত অনুযায়ী যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর মঞ্চের সামনে ও আশপাশে থাকা মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়।

রাসেল শেখ
গাজীপুর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *