রাসেল শেখ গাজীপুরঃ
এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার। নবম শ্রেণি হচ্ছে মূলত এমন একটি শ্রেণি যেখান থেকে শিক্ষার আসল জার্নিটা শুরু হয়, তাই ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার এখনই উপযুক্ত সময়। বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা, কোন গ্রুপ নিয়ে পড়াশোনা করলে জীবনে সফল হওয়া যাবে বা কাঙ্খিত সাফল্য অর্জন করা যাবে তার জন্য এখনই সঠিক লক্ষ্য নির্ধারণ করতে হবে।”
২১ জানুয়ারি (শনিবার) সকালে গাজীপুর জেলার সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থীদের বিভাগ নির্ধারণের লক্ষ্যে প্রতিষ্ঠানের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নেয়ার আহবান জানিয়ে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী।
নবম শ্রেণির শিক্ষার্থী তাসনিম বিনতে বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমান এবং নবম শ্রেণির পদ্মা ১ শাখার শ্রেণি শিক্ষক প্রভাষক আজাদুল ইসলাম এবং অভিভাবকদের পক্ষ থেকে মোসা. শিমুল, সাবিনা ইয়াসমিন, মাসুদা আক্তার, নাহিদা আক্তার, হাজেরা খাতুন এবং মো. মনিরুজ্জামান।
সভায় বিপুল সংখ্যক অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply