জলঢাকায় ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের উদ্যোগে- বিনামুল্যে চক্ষু শিবির অনু্ষ্ঠিত

হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত।
শনিবার (২১ জানুয়ারি) দিনব্যাপী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর দর্শনা দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালের পরিচালনায় তৃতীয় তম এই চক্ষু শিবির অনু্ষ্ঠিত হয়।
চক্ষু শিবিরের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। তিনি বলেন, আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে বছরব্যাপী ফ্রি নারী স্বাস্থ্য সেবা ক্যাম্পের পাশাপাশি নতুন বছরে আরো একটি নতুন প্রকল্প চক্ষু শিবির সংযুক্ত করা হয়েছে। যার মাধ্যমে এলাকার সাধারণ অসহায় মানুষ বিনামূল্যে চোখের পরিক্ষা, চশমা সহ, চোখের ছানি অপারেশন, ঔষধ, থাকা, খাওয়া ও যাতায়াত সহ চোখের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হবে। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু।
ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দীপ আই কেয়ার ফাউন্ডেশনের ডাঃ প্রমা রায়, ফিল্ড কো-অরডিনেট ছদরুল হাসান রাজু ও ফিল্ড অর্গানাজার রেজাউল ইসলাম রিপন সহ ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের সকল কর্মীরা উপস্থিত ছিলেন।
তৃতীয় দফার এ চক্ষু শিবিরে ৫ শতাধিক নারী ও পুরুষ কর বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা গ্রহণ করেন। এদিকে চেখরন পরীক্ষা শেষে
তিনদিনে প্রায় শতাধিক রোগীকে চোখের সানি অপারেশন করার জন্য রংপুরে নেওয়া হয়েছে।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *