রিপোর্ট!! সুমন তালুকদার।
বরিশাল জেলার , গৌরনদী উপজেলার কৃতি সন্তান, এলাকার উন্নয়নের কারিগর এবং বিশিষ্ঠ সমাজ সেবক জনাব এইচ এম জয়নাল আবেদীন এর ৬৭ তম শুভ জন্মদিন আজ।
তিনি বাংলাদেশ আওয়ামীলীগের একজন একানিষ্ঠ সেবক ও মাননীয় মন্ত্রী জননেতা আবুল হাসানাত আবদুল্লাহর বিসস্ত সিপাহী ও পরিহ্মীত কর্মি। তিনি গৌরনদী উপজেলার , বার্থী ইউনিয়ন, বাঙ্গিলা গ্রামে জন্ম গ্রহন করেন । তার বাবা মরহুম হুসেন হাওলাদার। বর্তমানে এইচ এম জয়নাল আবেদিন টরকী বাজারের স্থায়ী বাসিন্দা।
১৯৭২ সালে তিনি চাঁদশি ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন । ১৯৭৪ সালে এইচ এস সি পাশ করেন গৌরনদী কলেজে থেকে এবং ১৯৮০ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে বি এ পাশ করেন।
১৯৬৯ সালে তিনি বাংলাদেশ আওয়ামীলীগে পদার্পন করেন এবং গন অভুত্থানের সময় এবং গৌরনদী উপজেলার চাঁদশি মাধ্যমিক বিদ্যালয় থেকে ছাত্রলীগের সাধারন সম্পদক হিসেবে নির্বাচিত হন ।
১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীন হবার পরে তিনি সরকারী গৌরনদী কলেজে ভর্তি হন এবং তিনি ১৯৭২-৭৩ শিক্ষাবর্ষে রফিক মকবুল ছাত্র সংসদ পরিষদে নাট্য সম্পাদক হিসেবে নির্বাচিত হন । ১৯৭৪ শিক্ষাবর্ষে গৌরনদী কলেজে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হন।
১৯৭৬ সালে গৌরনদী উপজেলার ছাত্রলীগ এর সভাপতি হন । ১৯৭৮ সালে পুনরায় গৌরনদী উপজেলার ছাত্রলীগ এর সভাপতি নির্বাচিত হন এবং একই বছরই বার্থী ইউনিয়নের আওয়ামীলিগের সভাপতি নির্বাচিত হন ।
১৯৭৯ সালে বরিশাল বর্তমান মাননীয় মন্ত্রী নানক কমিটির পক্ষ থেকে বরিশাল জেলা ছাত্রলীগের সহ সভাপতি নির্বাচিত হন এবং বরিশাল জেলার যুবলীগের সহ সভাপতি নির্বাচিত হন।
১৯৯০ সালে তিনি গৌরনদী উপজেলার দপ্তর সম্পাদক নির্বাচিত হন।
১৯৯৬ সালে তিনি আওয়ামীলিগের পক্ষ থেকে কাউন্সিলর নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামীলিগ,গৌরনদী উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন ২০১২ সালে এবং এখন পর্যন্ত তিনি তিনি তার দায়িত্ব এ বহাল আছেন ও তিনি বরিশাল জেলা বাংলাদেশ আওয়ামীলিগের সদস্য নির্বাচিত হয়েছেন ।
তিনি টরকী বাজারের জামিল মেডিকেল হলের এর স্বত্তাধিকার।
একটা মানুষ কত টা কর্মদক্ষতা থাকলে এত গুলো দায়িত্ব এক সাথে পালন করতে পারেন। মহান আল্লাহ পাক এর দরবারে তার দীর্ঘআয়ু কামনা করে তার জন্মদিন উপলক্ষে সকল শ্রেণীপেশার মানুষ দোয়া করেছেন।
ব্যক্তিগত জিবনে তিনি ১ পুত্র এবং ১ কন্যা সন্তাদের জনক। তার মেয়ে বি এ পাশ (বিবাহিত) তার মেয়ের জামাই একজন বাংক কর্মকর্তা এবং ছেলে এম.বি.এ ( ফিন্যান্স ও মার্কেটিং ) পাশ, সে ঢাকায় একটা বহুজাতিক কোম্পানীতে কর্মরত ছিলেন বর্তমানে তিনি তার মা এর অসুস্থতার জন্য চাকুরী ছেড়ে বাবার মেডিকেল ব্যবসা পরিচালনার করছেন ও গৌরনদী উপজেলা যুবলীগের একজন সক্রিয় কর্মি হয়ে নিজেকে প্রমান করার জন্য নিরলষ পরিশ্রম করেছেন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলছেন।
Leave a Reply