রাসেল শেখ গাজীপুর:
গাজীপুর সদর উপজেলায় আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে পাঠকনন্দিত ভোরের দর্পণ পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিক ও সূধীজনের সমন্বয়ে হোতাপাড়া মোহাম্মদীয়া হোটেল কক্ষে মিলিত হয়ে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাইল্ড কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ফজর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে ভোরের দর্পণের গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম শুভ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম ভূইয়া।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাওয়ালগড় ইউপি মেম্বার প্রার্থী শাহজালাল ইসলাম ডলার, মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন জসিম মাস্টার, মোহাম্মদীয়া রেস্তোরাঁর প্রতিষ্ঠাতা বাতেন মোল্লা, যায়যায়দিন প্রতিনিধি আইয়ুব খান, আলোকিত নিউজের অনুসন্ধানী প্রতিবেদক মেহেদী হাসান সবুজ, মুক্ত বলাকা পত্রিকার স্টাফ রিপোর্টার শওকত হোসেন, দৈনিক এই বাংলা’র স্টাফ রিপোর্টার আজিজ মিয়া রুবেল, খোলা কাগজ প্রতিনিধি আরিফ খান, ভোরের ডাক পত্রিকার গাজীপুর সংবাদদাতা রাসেল শেখ, বাংলা ভূমি প্রতিনিধি সাদিকুর রহমান সাগর, আমার সময় উপজেলা প্রতিনিধি ইব্রাহিম সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply