January 2, 2025, 8:15 pm
মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ
আগামী রোববার (২২ জানুয়ারী”২৩ইং)সকাল ৯ টায় এম.এ.আজিজ স্টেডিয়ামে সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২২-২৩ শুরু হচ্ছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক ও সিজেকেএস সাঃসম্পাদক ,সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর জহির উদ্দিন আহমেদ।
লিগে ১৫টি দল অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী দল সমূহকে লটারির মাধ্যমে নিম্নোক্তভাবে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ: এ (৮ দল) গ্রুপ: বি (৭ দল)ক্রম ক্লাবের নাম ১. বাংলাদেশ রেলওয়ে এস এ ১. স্টার ক্লাব,২. ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাব, ২. রিজেন্সী এস সি,৩. সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা,৩. উল্লাস ক্লাব,৪. শতদল জুনিয়র ৪. শতাব্দী গোষ্ঠী,৫. নিমতলা লায়ন্স ক্লাব ৫. ইয়ং স্টার ব্লুজ,৬. শতদল ক্লাব ৬. কোয়ালিটি স্পোর্টস ,৭. সিটি কর্পোরেশন গ্রীণ ৭. আগ্রাবাদ নওজোয়ান ক্লাব,৮. কর্ণফুলী ক্লাব।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে বাংলাদেশ রেলওয়ে এস এ বনাম কর্ণফুলী ক্লাব।
১৫টি দল ২ গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ লীগ ভিত্তিতে সিজেকেএস ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২২-২৩ অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপের শীর্ষ অর্জনকারী ২টি করে মোট ৪ টি দল সুপার ফোর পর্বে এবং গ্রুপের সর্বনিম্নে পয়েন্ট এর ২টি করে মোট ৪ টি দল রেলিগেশন পর্বে অংশগ্রহণ করবে।
প্রথম পর্বের গ্রুপ লীগের অর্জিত পয়েন্ট সমূহ ‘সুপার ফোর এবং রেলিগেশন’ পর্বে যোগ হবে।সুপার ফোর পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষ অর্জনকারী চ্যাম্পিয়ন দল হিসেবে প্রিমিয়ার লীগে উত্তীর্ণ হবে। রেলিগেশন পর্বের সর্বনিন্ম অবস্থানকারী শেষ ১টি দল ২য় বিভাগ ক্রিকেট লীগে অবনমিত হবে।
উল্লেখ্য যে, এভাবে দলসংখ্যা ১২টি হওয়া পর্যন্ত এ নিয়ম অব্যাহত থাকবে। এখানে উল্লেখ্য যে, গ্রæপ লীগ পদ্ধতিতে খেলা শুধুমাত্র এ মৌসুমের জন্য প্রযোজ্য হবে।
এবারের লীগের খরচ নির্বাহের জন্য সম্ভাব্য বাজেট নির্ধারণ করা হয়েছে ১০,৫৭,৮০০/- (দশ লক্ষ সাতান্নহাজার আটশত) টাকা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চট্টগ্রাম, সিজেকেএস সহ-সভাপতি ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মু. মাহমুদ উল্লাহ মারুফ এর সভাপতিত্বে আজকের প্রেস ব্রিফিং এর লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবর।
এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোঃ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দীন হাসান ও কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লি: এর এ.জি.এম. মিরাজুর রহমান, সিজেকেএস ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসেন, নির্বাহী সদস্য আকতারুজ্জামান, আলী হাসান রাজু প্রমুখ।