শহীদ বীরমুক্তিযুদ্ধা শাহাজাহান মাস্টারের সহধর্মিনী লুতফুন্নেছা বেবী আর নেই

অমল তালুকদার, পাথরঘাটা থেকেঃ পাথরঘাটা উপজেলার না
পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান
সাবেক ছাত্র নেতা পাথরঘাটা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বর্তমান আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রিপন মোল্লার রত্নগর্ভা মা লুৎফুননেছা বেবী (৬৪) আর নেই।

তিনি ২০ জানুয়ারি শুক্রবার রাত ৮টা ২০ মিনিটের সময় পাথরঘাটা পৌরশহরের ৮নং ওয়ার্ডস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ আওয়ামীলীগ পাথরঘাটা উপজেলা শাখার পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে ।

উল্লেখ্য, ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় তাঁর একমাত্র সন্তান রফিকুল ইসলাম রিপনকে ৮ মাসের গর্ভে রেখে বাবা হানাদার বাহিনীর হাতে শাহাদাৎ বরন করেন। সেইথেকে একমাত্র সন্তানকে নিয়ে স্বাধীন বাংলাদেশে স্বামীর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে গেছেন।

এমন ত্যাগ কেবল এই সকল লুৎফন্নেছা বেবীদের দারা-ই সম্ভব বলে মন্তব্য করেছেন উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিলর ডেপুটি কমান্ডার ও জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এম এ খালেক।

শনিবার বলা ১১টায় এই বীরাঙ্গনা মায়ের জানাজায় হাজার হাজার মানুষের অংশগ্রহণ করেন। তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন শেষে পাথরঘাটার কেন্দ্রীয় গোরস্থানে সমহিত করা হয়#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *