January 15, 2025, 7:35 am
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চোরাইকৃত নগদ ৫ লক্ষ টাকা ও স্বর্ণলংকার উদ্ধার করেছে পুলিশ।
গত ৯ জানুয়ারি বিকাল ০৩.৩০ ঘটিকার সময়
কোতোয়ালী থানাধীন ইটাখোলা রোডে জনৈক মো: আবুল মুনসুর এর বাড়ীতে উক্ত দুর্ধষ চুরি সংঘটিত হয়। জনৈক আবুল মুনসুর সহ তার পরিবারের লোকজন ঘটনার কিছুদিন র্পূব হইতে ঢাকায় থাকার সুযোগে চোর দিনের বেলায় বাসার মূল গেইট টপকে বাসা ও রুমের তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণলংকার চুরি করে নিয়ে যায়। এরূপ সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম-বার এর তত্বাবধানে এসআই নিরুপম নাগ, এএসআই সুজন চন্দ্র সাহা, কনস্টেবল জোবায়েদ, মিজানুর রহমান সহ একটি টিম চোরাই মালামাল উদ্ধার ও চোরকে গ্রেফতারের জন্য ঘটনার আশপাশের সিসি ক্যামেরা পর্যালোচনা করে চোরকে সনাক্ত পূর্বক অভিযান পরিচালনা করে ঘটনার সহিত জড়িত চোর মো: মাহফুজুর রহমান ওরফে তুহিন (২০) পিতা-মো: জুয়েল, সাং-আকুয়া চুকাইতলা বড়বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে ধূর্ততম সময়ে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত আসামীকে ২ দিনের পুলিশ রিমান্ড প্রদান করিলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিরুপম নাগ আসামীকে চোরাই মালামাল উদ্ধারের বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে চোর মো: মাহফুজুর রহমান ওরফে তুহিন (২০) এর দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ জানুয়ারী চোরাইকৃত মালামালের মধ্য হতে ১ টি স্বর্নের আংটি, ১জোড়া স্বর্নের বালা, ১টি স্বর্নের চেইন ও নগদ ৫০০০০০/= (পাঁচ লক্ষ) টাকা উদ্ধার করেন। আসামী মো: মাহফুজুর রহমান ওরফে তুহিন (২০) একজন দুর্ধষ চোর। তার বিরুদ্ধে ইতিপূর্বেও থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম-বার।