August 31, 2025, 6:56 am
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলার সদর উপজেলার চর কালিবাড়ী,কুষ্ঠিয়া,ভাবখালী ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের অসহায় গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ
কাজের গুনগতমান যাচাই-বাছাই ও তদারকি করতে
প্রতিদিনই নিয়মিত পরিদর্শন করেছেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা।
ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি আশ্রয়ণ-৩ প্রকল্পের আওতায় ময়মনসিংহ সদরে নির্মাণাধীন ঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে।
এসময় তিনি নির্মাণাধীন ঘর গুলোর কাজের গুণগত মানের নিশ্চয়তার ব্যাপারে তাগিদ দিয়ে প্রকল্পের কাজের মান ঠিক রাখার বিষয়ে খেয়াল রাখতে ঠিকাদার ও নির্মাণ শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলায় গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত আশ্রয়ণ প্রকল্পের জন্য বেলতলী গ্রামে সরকারি জমিতে প্রথম পর্যায়ে ৩৫০টি পাকাঘর নির্মাণ করা হচ্ছে। এছাড়াও আরো ঘর নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এসব আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ গত বুধবার সকালে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (কাবিটা) কর্মসূচির আওতায় ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ (আশ্রয়ণ প্রকল্প-২) ৩য় পর্যায়ে ৬২ শতাংশ জমিতে ৩৫০টি ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ চলমান রয়েছে। ২ শতাংশ জমিতে প্রতিটি ঘর নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। নির্মিত এ প্রকল্প অতিদ্রুত সময়ের মধ্যে ভূমিহীন পরিবারের মধ্যে হস্তান্তর করা হবে বলেও জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা।