পানছড়িতে স্বর্গীয় বিনোদ বালা দেওয়ানের পারলৌকিক সদগতি মঙ্গল কামনায় মহতী পূন্যানুষ্ঠান সম্পন্ন

খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পানছড়ি উপজেলার ৩ নং পানছড়ি সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জ্যোতির্ময় কাবার্রী পাড়া (তালতলা) নিবাসী স্বর্গীয় বিনোদ বালা দেওয়ানের পারলৌকিক সদগতি মঙ্গল কামনায় মহতী পূণ্যানুষ্ঠান সম্পূর্ণ হয়।

অাজ ১৯ জানুয়ারী সকাল ৯.৩০ টায় সময় তার পরিবারবর্গ ও অাত্মিয় স্বজন উপস্হিতে বৌদ্ধ ধর্মীয় রীতি-নীতি অনুসারে ভিক্ষু সংঘের নিকট ত্রিশরণসহ পঞ্চশীল গ্রহণের মাধ্যমে বুদ্ধ প্রতিবিম্ব দান,অষ্ট পরিস্কার দান,সংঘদান,পিন্ডুদানসহ নানা বিধ পূণ্যকর্মের মাধ্যমে অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়। উক্ত ধর্মীয় অনুষ্ঠান উপস্হিত ছিলেন -ভিক্ষুসংঘের সংঘ প্রধান ভদন্ত পুঞ্ঞানন্দ মহাথের,ভদন্ত নন্দবংশ মহাথের,ভদন্ত উপানন্দ থের,ভদন্ত সুদর্শী স্হবির,মৈত্রীনন্দ ভিক্ষু,মঙ্গলানন্দ ভিক্ষু,শ্রদ্ধাশ্রী ভিক্ষুসহ অনুত্তর পূন্যক্ষেত্র ভিক্ষুসংঘ। অনুষ্ঠানে সুত্র পাঠ করেন ভদন্ত শ্রদ্ধাশ্রী ভিক্ষু,স্বর্ধম দেশনা প্রদান করেন ভদন্ত উপানন্দ থের,ভদন্ত নন্দবংশ থের,অত্র এলাকার অার্য্যমিত্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুদর্শী স্হবির প্রমুখ।

গত ১২ জানুয়ারী ২০২৩ ইং বার্ধক্য জনিত কারণে ৫৭ বছর বয়সে বিনোদ বালা দেওয়ান পরলোক গমন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *