লং সার্ভিস ডেকোরেশন এ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহ সদর শিক্ষা অফিসার

ষ্টাফ রিপোর্টারঃ
স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে এবং এর আদর্শ বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে ‘লং সাভিস ডেকারেশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ময়মনসিংহের সদর উপজেলা স্কাউটস এর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ স্কাউটস ২০২৩ সালের জন্য এই আ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নেন, যা চলতি সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত স্কাউটস এর জাতীয় কাউন্সিলে ঘোষণা করা হয়। ময়মনসিংহের সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ ময়মনসিংহ অঞ্চলের কয়েকজন কে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় বলে জানা গেছে।

‘লং সার্ভিস ডেকোরেশন অ্যাওয়ার্ডে এ ভুষিত স্কাউটার মোঃ মোস্তাফিজুর রহমান গত ১৫ বছর যাবৎ বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলা কমিটির সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি ময়মনসিংহ আঞ্চলিক স্কাউটস এর উপ আঞ্চলিক কমিশনার এর দায়িত্ব পালন করছেন।

ময়মনসিংহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বে নিয়োজিত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *