ডোমারে নবনিযুক্ত ইউএনও’র সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

মোঃ হামিদার রহমান , নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পূবন আখতারের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৯শে জানুয়ারী) বেলা সাড়ে ১২টায় ডোমার উপজেলা পরিষদ কমপ্লেক্সে বাংলাদেশ প্রেস ক্লাবের ডোমার উপজেলা শাখার সভাপতি প্রতিনিধি জাবেদুল ইসলাম সানবীমের নেতৃত্বে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পূবন আখতারের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, বাংলাদেশ প্রেস ক্লাবের ডোমার উপজেলা শাখার সহ-সভাপতি একেএম সুমন রেয়াজী, সাধারণ সম্পাদক নুরকাদের সরকার ইমরান, সহ-সাধারণ সম্পাদক সিহাব হাচান শাসন, সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াৎ আমিন, অর্থ সম্পাদক মো. সাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শাহীন আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজমির রহমান রিশাদ, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সোনামণি কলি, কার্যকরী সদস্য মো. রুম্মান সরকার, আলহাজ্ব মো. নাজমুল আলম প্রমূখ।

মতবিনিময়কালে সঠিক, বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনে সুন্দর ও সাবলীল লেখনী সহ দুর্নীতি-অনিয়ম প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও মো. পূবন আখতার। পরে, সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *