সিংড়ায় মুরগি পালনে দিনব্যাপী প্রশিক্ষণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় মুরগি পালনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রাণীসম্পদ হলরুমে এ প্রশিক্ষণ দেয়া হয়।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় পিজি গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম ইখতেখারুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিকুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, নির্বাহী সদস্য মো. আবু জাফর সিদ্দিকী প্রমুখ।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আয়োজনে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের পাইকপ্রহরী মুরগি পিজি ও চামারী ইউনিয়নের গোলকপাড়া মুরগি পিজির ৬০ জন সদস্যকে এ প্রশিক্ষণ দেয়া হয়।

মো. এমরান আলী রানা
সিংড়া (নাটোর) প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *