January 15, 2025, 9:44 am
আরিফ রববানী,ময়মনসিংহ : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদরের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষে তার নির্বাচনী আসন ময়মনসিংহ-৪ সদর এলাকার অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব, বেগম রওশন এরশাদের বিশ্বস্থ আস্থাভাজন জাপা নেতা আব্দুল আউয়াল সেলিম।
শৈত্য প্রবাহের কারণে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে নেত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রতি দিন ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি প্রকৃত গরীব হত-দরিদ্র অসহায়দের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ কার্যক্রমে জাতীয় পার্টির জেলা,মহামগর, উপজেলা,ইউনিয়নসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাকে বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
এসময় জাপা নেতা আব্দুল আউয়াল সেলিম বলেন-আমাদের ময়মনসিংহ সদর এলাকার সুযোগ্য কন্যা বর্তমান সরকারের বিরোধী দলীয় নেতা, তিনি আছেন বলেই সদর বাসী বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, তিনি আছেন বলেই সদর তথা ময়মনসিংহ নগরী উন্নয়নে এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে পরিকল্পনায় বহু রাস্তা, কালভাট, ব্রীজ নির্মাণ করা হয়েছে আরো অনেক উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। তিনি ময়মনসিংহের সার্বিক উন্নয়নে বেগম রওশন এরশাদ এমপির সুস্থ্যতা ও সুস্বাস্থ্যের জন্য সকলের নিকট দোয়া প্রত্যাশা করেন।