প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে শেখ হাসিনা কাজ করছেন -বদিউল আলম

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম
সাধারণ সম্পাদক বদিউল আলম বদি বলেছেন, প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ
হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি অধিকার ও সুরক্ষা বাস্তবায়নও করেছেন।
প্রতিবন্ধীরা আমাদের সমাজের একটি অংশ। অন্যদের মতো তারাও নির্বাচনে
গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। সুতরাং তাদের অধিকার সমানভাবেই পাওয়ার অধিকার
রাখে। তাদেরকে কোন ধরনের হয়রানি করা যাবে না এবং সহযোগিতার মনোভাব নিয়ে
তাদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান। আজ বুধবার সকালে চট্টগ্রামের
পটিয়া পৌর সদরের মাতৃভান্ডার এলাকায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র
বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পটিয়া উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি শ্যামল ভট্টাচার্যের
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায়
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সমীরণ খাস্তগীর, পটিয়া উপজেলা
ছাত্রলীগের সাবেক সভাপতি ঝুন্টু কুমার দে,পটিয়া উপজেলা কৃষক লীগের সাবেক
সাধারণ সম্পাদক আবু সৈয়দ, আওয়ামী লীগ নেতা প্রদীপ সেন গুপ্ত, হারাধন
চন্দ্র, আব্দুল মোতালেব,মো আব্দুর রহমান মিয়া জিন্নাহ আরা,পলি দে,আব্দুর
রহিম, জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, তৌহিদুল আলম জুয়েল, বাবু
উজ্জ্বল ঘোঘ, আনোয়ার, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন। পরে দুই শতাধিক
প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *