January 15, 2025, 8:34 am
হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারা ইউনিয়নের বালাসূতী গ্রমের পুকুর থেকে মঙ্গলবার(১৭জানুয়ারী২৩)ইং সকালে জমিলা বেগম(৮৫)বছর বয়সী এক নারীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
নিহত জমিলা বেগমের মেয়ে হনুফা ও ছেলে মিজানুর রহমান জানান, আমাদের মা ফাঁকা বাড়ীতে মেয়ের ঘরের ষষ্ঠ শ্রেণীতে পড়–য়া নাতনি চাঁদনী (১২) ও জুবায়ের(১০) নিয়ে একা বসবাস করতেন। গত সোমবার (১৬জানুয়ারী২৩)ইং রাত ১০টার সময় থেকে নিখোঁজ ছিলো। পরে মঙ্গলবার(১৭জানুয়ারী২৩)ইং সকাল ৮ টার দিকে থাকার ঘরের পিছনের পাশের বাড়ীর ওসমান আলী হাজীর পুকুরের পানিতে মার কাপড় ভাসতে দেখে লাশ উপরে উঠিয়ে দেখি দুই হাত একত্র করে লাল গামছা দিয়ে বাঁধা। আমাদের মাকে কেউ না কেউ হত্যা করে মেরে পুকুরে ফেলে দিয়েছিলো। আমরা আমাদের মায়ের হত্যাকারীদের দ্রুুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি প্রশাসনের কাছে।
স্থানীয় এলাকাবাসী আব্দুর রহিম, ফজলুল হক, হিরা মিয়া ও তিথী আক্তারসহ আরো অনেকে এঘটনায় দোষীদের খুঁজে বের করে দ্রুুত গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত বৃদ্ধা বালাসূতী গ্রামের মৃত হানিফ উদ্দিনের স্ত্রী জমিলা বগম।
হাফিজুর রহমান।