January 15, 2025, 10:34 am
রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। –
গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতি, রংপুর এর উদ্যোগে গতকাল রংপুর সিটির ৩০ নং ওয়ার্ডের খাসবাগ এলাকায় তিন শতাধিক শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোঃ আল আমিন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ শওকত আলী সরকার, এস এম আব্দুর রহিম, আব্দুল লতিফ সরকার, আমজাদ হোসেন সরকার, আকতারুল ইসলাম, আব্দুল আজিজ সরকার, হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর পাবলিক রিলেশন অফিসার বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, সাংবাদিক ইদ্রিস আলী, আফজাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে নিয়মিত সামাজিক সাংস্কৃতিক ও মানবিক রংপুর জেলায় দীর্ঘ দিন থেকে হয়ে আসছে, এরই ধারাবাহিকতায় এবছর দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হলো। খুব শিঘ্রই উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদানে, মেডিকেল ক্যাম্পের আয়োজন হচ্ছে।