May 9, 2025, 6:55 am
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মো.মোস্তফা জামান এর নেতৃত্বে,দিবাগত রাতে জয়পুরহাট পৌর সদর নতুনহাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭১ বোতল ফেন্সিডিলসহ মো.বাপ্পি মন্ডল (৩০) নামে একজন মাদক ব্যবসায়ী’কে হাতেনাতে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ী মো.বাপ্পি মন্ডল সদর উপজেলার প্রফেসর পাড়ার মো.হামিদ মন্ডলের ছেলে।
বুধবার(১৮ জানুয়ারি)দুপুরে র্যাব-৫ জয়পুুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর মো.মোস্তফা জামান।
পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।