ময়মনসিংহে শীতকালীন এ্যাথেলেটিক্স ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

আরিফ রববানী ময়মনসিংহ।
ময়মনসিংহ সদর উপজেলায় ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৭ই জানুয়ারী) মঙ্গলবার জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ময়মনসিংহ সদরের আয়োজনে ময়মনসিংহ জিলা স্কুল ছাত্রাবাস মাঠে আয়োজিত উক্ত ক্রীড়া প্রতিযোগিতাষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শফিকুল ইসলাম।

ময়মনসিংহ জিলা স্কুলেরনপ্রধান শিক্ষক মোহছিনা খাতুন এর সভাপতিত্বে ও জিলা স্কুলের প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক মর্তুজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন ও জাতীয় সংগীত পরিবেশনের পরপরই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকাল বেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ময়মনসিংহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন। এসময় ময়মনসিংহ সদরের স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাসহ বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি’র ময়মনসিংহ সদরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *