ক্ষেতলালে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়

মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি: ক্ষেতলালে শিল্পে ব্যবহার উপযোগী এসিআই সীডে ভ্যালেনসিয়া জাতের নতুন আলু পরীক্ষা মূলক ভাবে চাষ করে কৃষকরা উৎপাদনে সাফল্য অর্জন করায় কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় পৌর এলাকার পূর্ব শাখারুঞ্জ ফসলের মাঠের মধ্যেই এই দিবস পালন করা হয়। এতে ২০ জন কৃষকের মাঝে ১০ হেক্টর জমিতে ৮ হাজার মেট্রিক টন ভ্যালেনসিয়া আলু বপন করা হয়।

কৃষকদের উব্ধুদ্ধ করণের লক্ষ্যে বটতলী বাজারে বিশিষ্ট্য আলু ব্যবসায়ী দুলাল মিয়া সরদারের সভাপতিত্বে ওই মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা কৃষি বিভাগের উপ পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মজিবর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা
জাহিদুর রহমান, এসিআই সীডের কৃষিবিদ গোলাম মোস্তফা ও খন্দকার সাইফুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংবাদিক কৃষক-কৃষানী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *