আদালতে মিথ্যা মামলা প্রমানিত হওয়ায় বাদী নিজেই কারাবাস

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ নীলফামারীর ডিমলা থানার নন এফ আই আর প্রসিকিউশন নং ১৮( সূত্রঃ জি আর মামলা নং- ৯৪/১৯, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ দঃবিঃ) এন জি আর ১৪/২০ নং এন জি আর মামলার আসামী আরিফ হোসেন পিতাঃ মৃত আজিজুল ইসলাম, সাং- ঠাকুরগঞ্জ(মাস্টারপাড়া), থানাঃ ডিমলা, জেলাঃ নীলফামারী এর বিরুদ্ধে সূত্রে বর্নিত ক্ষতি করার উদ্যেশ্য মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করার অভিযোগে প্রসিকিউশনপক্ষ আনীত বাংলাদেশ দন্দবিধি এর ২১১ ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় তাকে তিন বছর বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আমলী আদালত ডিমলা-৬, সোমবার (১৬ই জানুয়ারি/২৩ ) এ রায় দেন।
সুত্র মতে মামলার বিবাদী পক্ষ আদালতের রায়ের প্রতি সন্তোষ্টি প্রকাশ করেন।
উপরোক্ত ঘটনার বিবরণ জানতে চাইলে, ডিমলা থানা অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন, কেউ কারো প্রতি নাটকীয় হয়রানি মূলক মিথ্যা মামলা করলে সেটি আদালতে মিথ্যা প্রমানিত হলে একই ভাবে তারাও বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত হবেন। তাই তিনি ডিমলাবাসীকে কেউ কারো প্রতি হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে বিরত থাকার জন্য আহবান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *