January 15, 2025, 4:26 am
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রাতের আঁধারে বই পাচারের ঘটনায় মাধ্যমিক শিক্ষা অফিসার নিজেই বাদি হয়ে মামলা করার ঘটনায় জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
এদিকে সাধারণ জনগণের সন্দেহের তীর বইছে ওই শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডলের দিকে। তারা ধারনা করছে নিজেকে বাঁচাতে শিক্ষা কর্মকর্তা নিজেই বাদি হয়ে মামলা করেছে।
নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেছেন,একজন অফিস সহায়ক কখনো একাই একাজ করতে পারে না। বই পাচারের সঙ্গে মাধ্যমিক কর্মকর্তা নিজেই জড়িত । তিনি আরও বলেন, শিক্ষা অফিসারের যোগসাজশে প্রতিবছর এরকম ট্রাক ভর্তি বই পাচার করা হয়। এর সাথে স্থানীয় কিছু দালালও জড়িত আছে। অনেকে আবার বলছে মাধ্যমিক কর্মকর্তার অনুমতি ছাড়া একসেট বইও বাইরে যাওয়া সম্ভব নয়। তাই শিক্ষা অফিসারেই এ কাজ করেছে। অফিস সহায়ক মাজেদ শুধু তার হুকুম তামিল করেছে।
অন্যদিকে পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ বলেন, এরকম ঘটনা সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে। একজন অফিস সহায়ক কখনও একাই একাজ করতে পারে না।আমার জানামতে মাজেদুর রহমান একজন সহজ সরল লোক।
এঘটনায় মাধ্যমিক কর্মকর্তা নিজেই জড়িত আছে।এর দায় তিনি এড়াতে পারেন না। অনেকেই মনে করেন, শিক্ষা অফিসার মাজেদকে নিজেকে বাঁচানোর কান পড়া দিয়ে নিজেই মামলার বাদী হয়েছেন। যাতে সুবিধা মত সময়ে মামলার গতিবিধি পরিবর্তন করে নিজেকে সেভ করতে পারেন।
উল্লেখ্য- গত রোববার গাইবান্ধার সুন্দরগঞ্জ হতে বিপুল পরিমাণ সরকারি বই মিনি পিকাপে করে পাচারকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু সংলগ্ন এলাকায় ড্রাইভার এবং হেলপার শ্যামলকে আটক করে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ। পরে আটককৃতদের দেওয়া তথ্য মতে সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় সুন্দরগঞ্জ থানা পুলিশ। রাতভর বইয়ের হিসাব মিলানোর সময় মাজেদুর বই পাচারের কথা স্বীকার করলে তাকে গ্রেফতার দেখানো হয়।
পরে এঘটনায় মাধ্যমিক কর্মকর্তা নিজে বাদী হয়ে অফিস সহায়ক মাজেদুর রহমান সহ ৩জনের নামে থানায় মামলা দায়ের করেন। সব মিলে এই ঘটনায় শিক্ষা অফিসারকে মামলার বাদী করায় জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।