January 15, 2025, 8:36 am
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নবীন চাঁন কার্বারী পাড়ায় প্রয়াত জ্যোর্তিময় চাকমার সহধর্মিণীর ও সাবেক মেম্বার সুশীল বিন্দু চাকমার মা গুলচোগী চাকমার পারলৌকিক সদগতি কামনায় মহতী পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ জানুয়ারি ) সকাল ৯ টার সময় পরিবার বর্গ ও আত্মীয় স্বজনদের আয়োজনে প্রয়াতের নিজ বাড়িতে এই মহতি পূর্ণ্য অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিশিষ্ট সঞ্চালক জনেস অয়ন চাকমা (মুকুল) এর সঞ্চালনায় পরিবার বর্গ ও আত্মীয় স্বজনদের আয়োজনে প্রয়াতের নিজ বাড়ীতে এই মহতী পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এরপর পঞ্চশীল উৎসর্গ পর্ব সম্পাদন এবং পরিত্রাণ প্রার্থনা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার বিশিষ্ট উপস্থাপক মুকুল চাকমা।এই সময় প্রয়াত গুলচোগী চাকমার পারলৌকিক সদগতি কামনায় বুদ্ধ মুর্তি দান,অষ্টপরিষ্কার দান,সংঘদান,হাজার প্রদীপ দান,আকাশ প্রদীপ দান,কল্পতরু দানসহ নানাবিধ দান করা হয়।
বিশিষ্ট উপস্থাপক জনেস অয়ন চাকমা (মুকুল) চাকমার সঞ্চালনায় বিভিন্ন বন বিহার থেকে আগত ভিক্ষু সংঘকে ফুলের তোড়া দিয়ে বরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
পারলৌকিক সদগতি কামনায় সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে মহতি পূণ্যানুষ্ঠানে প্রয়াত গুলচোগী চাকমার আত্মার শান্তি কামনা করেন পরিবার বর্গ ও আত্মীয়স্বজন।
পূণ্যনুষ্ঠানে সংঘ প্রধান হিসেবে ধর্মদেশনা প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘ পানছড়ি শাখার সভাপতি জিতানন্দ মহাথেরো,আর্য্যমিত্র বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভেন:সুদর্শী স্হবিরসহ পানছড়ি সদরের বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষুসংঘ।এই সময় উপস্থিত ছিলেন প্রয়াতের আত্মীয় স্বজন সহ এলাকার অসংখ্য শুভাকাঙ্ক্ষী।
গত ৯ জানুয়ারি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন সাবেক মেম্বার সুশীল বিন্দু চাকমার মা গুলচোগী চাকমা।