January 15, 2025, 5:33 am
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ সরকারি বই পাচার করে বিক্রির অভিযোগে শিক্ষা অফিসের অফিস সহায়ক মো. মাজেদুর রহমান (৪৫)কে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ৩টার দিকে নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম।
পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে বিপুল পরিমাণ সরকারি বই ট্রাকে যোগে পাচার করার সময় ড্রাইভার এবং হেলপার শ্যামলকে আটক করে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা পুলিশ। পরে আটককৃতদের দেওয়া তথ্য মতে সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।
সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসা মোহাম্মদ আল-মারুফ বলেন, ‘ওইসব বই সুন্দরগঞ্জের কি না তা যাচাই করতে বই গণনার কাজ চলছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।