শেখ হাসিনা ভালো থাকলে বাংলার জনগন ভালো থাকে-ভাবখালীতে যুবলীগ নেতা এইচ এম ফারুক

আরিফ রববানী ময়মনসিংহঃ অষ্টগুরু সামাদ পাগল দস্তগীর এর স্মরনে প্রতিষ্ঠিত খাজা বাবা দায়রা শরীফ এর উদ্যোগে মিলাদ,দোয়া ও বিশাল বাউল সংগীতানুষ্ঠানের করা হয়। রবিবার (১৫ই জানুয়ারী) ভাবখালী বড় বাড়ী সংলগ্ন মাঠে রাত ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক বলেন- গ্রামবাংলার ঐতিহ্য তথা দেশীয় সংস্কৃতি ধরে রাখার জন্য আমরা বেশী বেশী করে বাউলগান পালাগান শুনব।

ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাউল সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কাঁঠাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল। প্রধান অতিথির বক্তব্যে আগত ভক্তবৃন্দের উদ্দেশ্যে এইচ এম ফারুক আরো বলেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন,কেননা তিনি ভালো থাকলে বাংলার জনগন তথা ১৭ কোটি মানুষ ভালো থাকে।এখন বাউলগান সাংস্কৃতিক অনুষ্ঠানে কোন বোমাবাজি হয় না, মানুষ আতঙ্কে থাকে না।শেখা হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উত্তরোত্তোর উন্নয়ন অব্যহত থাকে।

জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সদস্য ও গণমাধ্যম কর্মী আরিফ রব্বানীর সঞ্চালনায় এবং অষ্টগুরু সামাদ পাগল দস্তগীর এর স্মরনে প্রতিষ্ঠিত খাজা বাবা দায়রা শরীফ এর ভক্ত আশেকান রবিউল সানি (রবি পাগল) ও মোঃ শফিকুল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় ও অষ্টগুরু সামাদ পাগল দস্তগীর এর স্মরনে প্রতিষ্ঠিত খাজা বাবা দায়রা শরীফ সুতিয়াখালীর প্রতিষ্ঠাতা ফকির মোঃ উসমান (গনি পাগল) ও ঠিকাদার মোঃ আব্দুল হাসিম এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বাউলগান শোনার জন্য আশপাশের ইউনিয়ন ও গ্রাম থেকে প্রচুর নারীপুরুষ ভিড় জমায়। এর আগে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়।।এসময় জাতীয় শ্রমিকলীগ কোতোয়ালি শাখার সদস্য আল আমিন,ভাবখালী ইউনিয়ন শাখার আহবায়ক জুয়েল মিয়া,সদস্য সচিব জসিম উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ,দলীয় নেতাকর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *