January 3, 2025, 1:09 am
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলা জাকের পার্টি মৎসজিবী ফ্রন্ট এর আয়োজনে মহা পবিত্র বিশ্ব উরশ শরিফ উপলক্ষ্যে কেন্দ্রীয় দাওয়াত মিশন অনুষ্ঠিত হয়ছে।
১৫ ই জানুয়ারি (রবিবার) রাত ৯ টায় সদর উপজেলার বাঘের বাজার জলপাইতলায় এই মাহফিল এবং দাওয়াত মিশন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় পরিষদের মৎসজিবী ফ্রন্টের সহ তথ্য সম্পাদক নূর সাঈদের সঞ্চালনায় ওয়াজ করেন ময়মনসিংহ বিভাগের যুব ওলামা ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল ইসলাম।
জাকের পার্টির মৎসজিবী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ যুগ্ন সম্পাদক কামাল উদ্দিনের সভাপতিত্বে মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির মৎসজিবী ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, যুগ্ম মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি মৎসজিবী ফ্রন্টের গাজীপুর জেলার সভাপতি রফিকুল ইসলাম সহ কেন্দ্রীয় এবং জেলা উপজেলার নেতরা।
উক্ত কেন্দ্রীয় দাওয়াত মিশনের শুভেচ্ছান্তে ছিলেন জাকের পার্টি মৎসজিবী ফ্রন্টের গাজীপুর সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন।
রাসেল শেখ
গাজীপুর